ভুল থেকে শেখার গান | Mistake Song | Bangla Rhymes & Kids Songs

Mistake Song Lyrics: মাঝে মাঝে ভুল হয়ে যায় আহহা হাত থেকে বল পড়ে যায় ওহহো ভুল হলে কিছু হবে না, বল তুলে আবার খেলা যায় মাঝে মাঝে ভুল হয়ে যায় আহহা গুঁতো লেগে কিছু পড়ে যায় ওহহো ভুল হলে কিছু হবে না তাকে তুলে রাখা যায় মাকে বলে দেয়া যায় মাঝে মাঝে ভুল হয়ে যায় হোঁচট খেয়ে পড়ে যাই উফফ পড়ে গেলে কিছু হবে না উঠে মাকে বললে হয় মাঝে মাঝে ভুল হয়ে যায় এলোমেলো সব হয়ে যায় হয়ে গেলে চিন্তা নেই নিজেই গুছিয়ে রাখা যায় নিজেই গুছিয়ে রাখা যায় মাঝে মাঝে ভুল হয়ে যায় কোনো ব্যাপার না! ভুল থেকেই তো শিখে সবাই। ছোট্ট শিশুরা জীবনের ছোট বড় অনেক কিছু শিখতে পারে ভুল করার মাধ্যমে। আপনার সন্তান যখন ভুল করে, প্রথমে acknowledge করুন যে তারা ভুল করেছে। এরপর তাদের জিজ্ঞেস করুন তারা এই অভিজ্ঞতা থেকে কী শিখতে পারলো এবং আগামীতে তারা কীভাবে improve করতে পারে। তাদের বারবার করে বুঝাবেন যে ভুল করার মাধ্যমেই নতুন কিছু শেখা যায়। ছোটদের ভুল থেকে শেখার পথ তৈরি করে দিলে তারা resilient হতে শিখে এবং তারা confident, happy এবং successful adults হিসেবে বড় হয়। এতে তাদের social emotional skills ও বৃদ্ধি পায়। সাধারণত পরিস্থিতি যখন নিজের মন মতো হয়না, বা challenging হয়, তখনই শিশুরা তাদের coping এবং resilience skills তৈরি করতে পারে। বাচ্চাদের academic পড়াশোনার পাশাপাশি তাদের social emotional skills, problem solving skills এবং communication skills যথাযথভাবে develop করলে তারা বড় হয়ে সকল ধরণের challenging situation এ ঘাবড়ে না গিয়ে সেগুলো solve করতে শিখবে এবং হয়ে উঠবে well-rounded adults. তাই আমরা এই গানটা লিখেছি বাচ্চাদের এটা শেখাতে যে ভুল করেই তো শিখে সবাই। এবং ভুল হলে কিছু হবেনা, যেকোনো সময় সাহায্য চাওয়া যায়। গানটি শিশুদের সাথে অভিভাবকরাও বাসায় গাইবেন এবং তৈরি করবেন আনন্দের মুহূর্ত। 🎓 Taught by: Ms. Mun (Munzereen Shahid) 🗣️ Focus: Social emotional learning, communication skills, learning from mistakes 👶 Perfect for: Ages 3-5 years 🎵 Music: Khayam Sanu Shandhi 👩🏻‍🏫 Early Childhood Expert: Kuri Chizm Ms. Mun has a Masters in Second Language Acquisition from the University of Oxford. She also has a Masters from the University of Dhaka in English Language Teaching. She creates educational, research-based bilingual learning videos for Bangladeshi children — helping them grow into confident, curious, and kind learners. 🔔 Subscribe for more songs, stories, and learning adventures every week!

12/6/20251 min read