মা বাবার গান | বাবুদের প্রথম শব্দ | First Words | Bangla Rhymes & Kids Songs
মা বাবার গান Song Lyrics: এইযে সোনা বলো দেখি মা, বলো মা, মা তোমার খুবই আপন এইযে সোনা বলো দেখি মা, বলো মা, মা তোমার খুবই আপন এইযে সোনা বলো দেখি আম্মু, বলো আম্মু, আম্মু তোমার খুবই আপন এইযে সোনা বলো দেখি আম্মু, বলো আম্মু, আম্মু তোমার খুবই আপন এইযে সোনা বলো দেখি বাবা, বলো বাবা, বাবা করে খুবই আদর এইযে সোনা বলো দেখি বাবা, বলো বাবা, বাবা করে খুবই আদর এইযে সোনা বলো দেখি আব্বু, বলো আব্বু, আব্বু করে খুবই আদর এইযে সোনা বলো দেখি আব্বু, বলো আব্বু, আব্বু করে খুবই আদর আপনার ছোট সোনামণির জন্য আমরা নিয়ে এলাম "মা বাবার গান"। ছোট বাবুরা babbling phase এর পর (সাধারণত ১২ মাসের পর) তাদের প্রথম শব্দগুলো বলা শুরু করে। এই babbling phase এ তাদের সাথে মা মা মা মা অথবা বা বা বা বা বলে এবং repeat করে তাদের communication develop করতে পারেন। ঠিক এই phase এর পরেই শুরু হতে পারে আনন্দের কিছু মুহূর্ত যখন তারা তাদের প্রথম শব্দ বলবে এবং সেই শব্দ মা বা বাবা হলেতো আরও সুন্দর! এই গানটি আমরা ভালবাসা, স্নেহ ও মমতা দিয়ে তৈরি করেছি যাতে আপনি আপনার ছোট বাবুকে গানের মাধ্যমে মা, বাবা, আম্মু ও আব্বু বলা শেখাতে পারেন। আপনার শিশুকে গানটি গেয়ে শোনাবেন ও কয়েকবার শোনানোর পর মাঝেমধ্যে pause করবেন মা, বাবা, আম্মু, আব্বু বলার আগে ও তাদের সময় দিবেন respond করার জন্য। ধৈর্য ধরবেন, ও তাদের বলার সুযোগ দিবেন, ও গানের মাধ্যমে তাদের শেখানোর চেষ্টা করবেন। আপনার পরিবারের জন্য অনেক ভালবাসা! 🎓 Taught by: Ms. Mun (Munzereen Shahid) 🗣️ Focus: Baby's first words, speech development 👶 Perfect for: Ages 8-14 months 🎵 Music: Khayam Sanu Shandhi Ms Mun has a Masters in Second Language Acquisition from the University of Oxford. She creates educational, research-based bilingual learning videos for Bangladeshi children — helping them grow into confident, curious, and kind learners. 🔔 Subscribe for more songs, stories, and learning adventures every week!
Ms Mun
12/6/20251 min read
