Please and Thank You Song | Bangla Rhymes & Kids Songs

Please and Thank You song lyrics: যদি ভালো লাগে কিছু তুমি হাতে পেতে চাও সুন্দর করে বলো please, তারপর তুমি হাতে নাও পেয়ে যাওয়ার পরে খুশি তে বলো Thank you, তারপর একটু হাসি দাও Please আর thank you বলার অভ্যেস গড়ে ফেলো ভালো ছেলেমেয়ের মত হাসিখুশি খেলো (২) যদি সাহায্য লাগে একটু সাহায্য চাও সুন্দর করে বলো please তারপর সাহায্য নাও সাহায্য পেয়ে গেলে খুশি তে বলো Thank you, তারসাথে একটু হাসি দাও Please আর thank you বলার অভ্যেস গড়ে ফেলো ভালো ছেলেমেয়ের মত হাসিখুশি খেলো (২) শিশুদের 'Please' এবং 'Thank you' বলা শেখালে তারা অন্যদের সম্মান করা শেখার পাশাপাশি শিখবে সহানুভূতিশীল হওয়া। আপনার শিশুর ভাষার উপর যথেষ্ট দক্ষতা আসলে তাদের 'please' বলা শেখান যখন তারা কোনো কিছু request করছে বা চাচ্ছে এবং 'thank you' বলা শেখান যখন তারা কিছু গ্রহণ করছে। 'Please' এবং 'thank you' বলার উপর জোড় দেওয়াটা শিশুদের gratefulness বা কৃতজ্ঞতার concept শেখায় এবং এই বিষয়গুলোই পরবর্তীতে good manners এ পরিণত হয় যা তাদের জীবনে পরবর্তীতে অনেক গুরুত্ব রাখবে। শিশুদের যেকোনো কিছু শেখানোর সহজ উপায় হচ্ছে সেটা তাদের modeling করে দেখানো। তারা যেকোনো ভাল কাজ বা ব্যবহার দেখে দেখে শিখে তাই আপনাদের প্রতিদিনের কথাবার্তায় নিজেরাও 'please' এবং 'thank you' ব্যবহার করুন। Modeling এর অর্থ - আপনি নিজেই বিভিন্ন কাজ তাদের করে দেখাচ্ছেন / শব্দ তাদের ব্যবহার করে দেখাচ্ছেন যাতে শিশুরা সে কাজগুলো আপনাকে দেখে করতে পারে বা সে শব্দগুলোর ব্যবহার আপনার কাছে দেখে শিখতে পারে। ধীরে ধীরে তারা শিখে ফেলবে এবং repeat করা শুরু করবে। আপনি নিজেই প্রতিদিনের কথাবার্তায় ভাল ব্যবহার modeling করতে পারবেন। যেমন আপনি বলতে পারেন - “Can you please pick up your toys?” or “Thank you for sharing your toys!” 🎓 Taught by: Ms. Mun (Munzereen Shahid) 🗣️ Focus: Social emotional learning, communication skills, politeness, gratefulness 👶 Perfect for: Ages 3-5 years 🎵 Music: Khayam Sanu Shandhi 👩🏻‍🏫 Early Childhood Expert: Kuri Chizm Ms. Mun has a Masters in Second Language Acquisition from the University of Oxford. She also has a Masters from the University of Dhaka in English Language Teaching. She creates educational, research-based bilingual learning videos for Bangladeshi children — helping them grow into confident, curious, and kind learners. 🔔 Subscribe for more songs, stories, and learning adventures every week!

Ms. Mun

12/6/20251 min read